রামপুরায় গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা।
রোববার (২২ জুন) রাত ১০টার দিকে গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে রাজধানীর রামপুরা ও এর আশপাশের এলাকাসহ বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, মধুবাগ, ইস্কাটন, ফার্মগেট, রাজাবাজারসহ রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
পিজিসিবি জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। সম্ভাব্য দ্রুততম সময়ে সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তারা আরও জানায়, রামপুরা সুপার গ্রিডে ২৩০ কেভি অংশে সমস্যা হওয়ায় কারণে ডেসকোর বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ত্রুটির সঠিক কারণ উদঘাটন এবং দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।
এই বিষয়ে জানতে চাইলে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইমরান হোসেন জনি গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এখন ত্রুটি মেরামত করা হয়েছে। আগে নিজেদের অফিসে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে আফতাবনগর, বসুন্ধরা, গুলশানসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে আশা করছি।
তবে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান সংবাদমাধ্যমকে বলেছেন, অন্য একটি গ্রিড থেকে বাইপাস করে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। এতে আধা ঘণ্টার মত সময় লাগতে পারে।
আরটিভি/একে