রাজধানীর দক্ষিণ খানে জান্নাত আক্তার (২০) নামে এক ছাত্রী মাদরাসার ছাদ থেকে পড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই মাদরাসার শিক্ষক আদনান মাহমুদ বলেন, আমাদের মাদরাসা নূরানী ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী ছিল জান্নাত। গতরাতে মাদরাসার পাঁচতলার ছাদে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, জান্নাত আক্তারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেরার পশ্চিম নামাপাড়ায়। বাবার নাম লোকজন হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরটিভি/একে