ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গিনেস বুকে রেকর্ড গড়ায় বরিশালের জুবায়েরকে সংবর্ধনা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ০৩:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থী আশিকুর রহমান জুবায়ের ফুটবল নৈপুণ্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার অফিস কক্ষে আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক তাকে ফুল শুভেচ্ছা জানান। পাশাপাশি প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান করে তাকে সম্মাননা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো. হুসাইন আহম্মেদসহ অন্যরা। পরে জুবায়ের তার ফুটবল নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন।

গেল ৩০ জুলাই দুপুরের পর ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জালাল আহম্মেদের বাড়িতে ছেলে আশিকুর রহমান জুবায়েরের বিশ্বজয়ের স্বীকৃতিপত্র গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে চিঠি আসে। চিঠিতে লেখা ছিল নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের জুবায়ের। সেই খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |