ঢাকা

ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণ

বড় আয়তনের কলেজটিতে নিরাপত্তার অভাব ছিল : তদন্ত কমিটি 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ , ০৩:২২ পিএম


loading/img
এমসি কলেজ ।। ফাইল ছবি

বড় আয়তন নিয়ে সুনামের সঙ্গে চলছিল সিলেটের বিখ্যাত    (এমসি) কলেজ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই যথেষ্ট পরিমাণ। কলেজটির ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার পর সামনে আসে নিরাপত্তার বিষয়টি। কলেজটির চার পাশে পরিবেশ এবং লাইটিং বিষয়টি নিরাপত্তার বিঘ্নিত ঘটিয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং করে এমন তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। 

এর আগে মঙ্গলবার সিলেটে আসেন তদন্ত কমিটি। কমিটির সদস্যগণ দুদিন সিলেটে অবস্থান করে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কলেজ অধ্যক্ষ, পুলিশ, সাধারণ মানুষ, শিক্ষকসহ ভিকটিমের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যগণ। 

বিজ্ঞাপন

শাহিদুল খবির চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার আলো, প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা কখনো কাম্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছেন সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন এবং তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে। কলেজ প্রশাসনের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। ঢাকা ফিরে ৭ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবো।

কমিটির প্রধান জানান, করোনাকালে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই এমসি কলেজের ছাত্রাবাস খোলা রাখার কোনও সুযোগ নেই।

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |