অবৈধভাবে ধান মজুদ করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২০ , ০৭:৫৫ পিএম


Three traders fined for illegally stockpiling paddy
জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা বাজারে তিনটি গুদামে অভিযান

জয়পুরহাটে তিনটি গোডাউনে অবৈধভাবে প্রায় সাড়ে ৪০০ মেট্রিক টন ধান মজুদ রাখার অপরাধে, তিন ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা বাজারে তিনটি গুদামে অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়। 

আরও পড়ুন 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় বলেন, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তিনটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে প্রায় সাড়ে ৪শ মেট্রিক টন ধান মজুদ অবস্থায় পাওয়া গেছে। এসময় ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদ লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোনো লাইসেন্স দেখাতে পারেননি এই তিন ব্যবসায়ী। উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন প্রমুখ। 
জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission