ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পুঁতে ফেলা হলো পচা মাংস, মাটিতে ঢেলে দেওয়া হয় ভেজাল দুধ!

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৫:২৫ পিএম


loading/img

ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় উপজেলার লটাখোলা নতুন বাজারে পানি দিয়ে দুধ বিক্রি করার সময় তিন ব্যবসায়ীকে দুই হাজার ও দুই মাংস ব্যবসায়ীকে পঁচা এবং অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করার অপরাধে সাত হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। জব্দ করা ৫০ লিটার পানি মেশানো দুধ মাটিতে ফেলে দেয়া হয় এবং মাটিতে পুঁতে ফেলা হয় জব্দ করা পচা মাংস। 

বিজ্ঞাপন

এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা সেই বিষয়ে বাস কাউন্টারগুলোতে তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |