‘ধর্মের ভাই ডাকার পরও আতাউর আমাকে ধর্ষণ করে’

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ , ০৪:৫৫ পিএম


Ataur rapes me, after calling me brother, rtv news
ধর্ষণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর শাশুড়িকে মারধর করে পালালেন  আতাউর রহমান (২৪)  নামের এক যুবক।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়ভিটা  ইউনিয়নের পূর্বধনীরাম গ্রামে এই ঘটনা ঘটে।

আতাউর রহমান ওই গ্রামের জাহেদুল ইসলাম নোকাপের ছেলে।

বিজ্ঞাপন

ধর্ষণের শিকার গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী কাজের জন্য কুমিল্লায় অবস্থান করছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে আতাউর রহমান  প্রায়ই গৃহবধূকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার  দিকে আতাউর কৌশলে দরজা খোলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। পরে মুখ চেপে ধরে তাকে মারপিট ও ধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনে পাশের ঘর থেকে এসে শাশুড়ি ধর্ষক আতাউরকে আটকের চেষ্টা করেন। এ সময় আতাউর গৃহবধূর বৃদ্ধা শাশুড়িকে মারপিট করে পালিয়ে যান।      

আরও পড়ুনঃ 

ধর্ষণ মামলায় খালাস পেলেন অনুষ্ঠান প্রযোজক আসলাম
ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রতিবেশী
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ: একজনের যাবজ্জীবন

গৃহবধূ আরও জানান, আতাউরের মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের সৃষ্টি হয়েছে। মারপিটের সময় তার নাকের ফুল ভেঙে গেছে। ঘটনার সময় আতাউরকে ধর্মের ভাই বলে ডেকেও রেহাই পায়নি গৃহবধূ। তিনি নির্যাতনকারী আতাউরের দৃষ্টান্তমূলক বিচার চান।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আরটিভি নিউজকে জানান, পূর্বধনীরাম গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে; খবরটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission