ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযান: ‘চোরাই’ ওষুধসহ আটক ২

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৭:৩৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম জেলা ইউনিট। এ সময় অভিযুক্তদের সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল চত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা ৫০টি স্লিপে নেয়া ১৪ প্রকারের ৯৬৫ পিচ ট্যাবলেটসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেওয়ার অভিযোগে হাসপাতালের (ইউনানি) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।  

বিজ্ঞাপন

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্বর থেকে সরকারি ওষুধসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের নিকট হাসপাতালের বিভিন্ন প্রকারের ৯৬৫ পিস ট্যাবলেটসহ ৫০টি স্লিপ উদ্ধার করা হয়েছে। চিকিৎসককে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।
        
আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |