ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

শাহ আমানতে ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ , ১২:৩২ পিএম


loading/img
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দকৃত স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ পিস  স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম  বিমানবন্দরের কাস্টমসের উপ-কমিশনার  রোখশানা খাতুন আরটিভি নিউজকে  জানান, প্রথমে  ফ্লাইটটির ৩৩-এ নম্বর সিট থেকে দুইটা,  ২৯- ই থেকে দুইটি  আর ১৪- ই থেকে মোট  আটটি পোটলা বা মোড়ক উদ্ধার করা হয়।  এই আটটি মোড়ক বা পোটলা থেকে  ১৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।যার বাজার মূল্য ১১ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমসের সহকারী কমিশনার এম মোরসালিন। তিনি বলেন সাম্প্রতিক  সময়ে চট্টগ্রাম শাহ  আমানত বিমানবন্দরে আটক   করা  সবচেয়ে বড় চালান এটি। 

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |