‘খোলা ছিলো রেলক্রসিং, ঘুমিয়ে ছিলেন গেইটম্যান’

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ , ১১:০৮ এএম


'Railcross was open, Getman, rtv news
ছবি সংগৃহীত

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর ঘুমিয়ে ছিলেন গেটম্যান। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। 

বিজ্ঞাপন

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ১১ জনেই বাসের যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission