চাঁদপুরের কচুয়া উপজেলায় কীটনাশক খেয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবকের নাম কাউছার আলম (২৪)। তিনি ডিগ্রি শেষবর্ষের ছাত্র। তিনি কচুয়া উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে। আলম পড়াশোনার পাশাপশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
গেলো মঙ্গলবার সন্ধ্যায় বিষাক্ত ট্যাবলেট খায় আলম। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বুধবার ভোরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সঙ্গে পুরাতন বাড়িতে থাকতো। তবে কী কারণে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পরিবার।
কচুয়া থানার পরিদর্শক এম এ রউফ খান আরটিভি নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জেবি