মাদারীপুরে অবৈধভাবে কীর্তিনাশা নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাবার কারণে হুমকিতে ঘর-বাড়ি ও রাস্তাঘাট। দীর্ঘদিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে আতঙ্কে নদীপাড়ের মানুষ।
এলাকাবাসী জানায়, কীর্তিনাশা নদীর সদরের বিদ্যাবাগিস থেকে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় একাধিক স্থানে ১২টিরও বেশি মাটিকাটার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে মাটি উত্তোলন একটি অসাধুচক্র। এসব মাটি দিনের আলোতেই ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। মাটিকাটার ফলে নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে রাজারচার-কালকিনি সড়ক ও আশপাশের ঘরবাড়ি। স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
যদিও শিগগিরই মাটিকাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
জেবি