ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফেসবুক পরিচয়ে মডেলিংয়ের অফার অতঃপর

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৯:০৫ পিএম


loading/img
ফেসবুক পরিচয়ে মডেলিংয়ের অফার অতঃপর

লাভলী আক্তার লিপিকে মডেলিংয়ের অফার দিয়ে চট্টগ্রামে আনেন আনোয়ার ইসলাম সানি। কিন্তু চট্টগ্রাম আসার পর কৌশলে তার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান সানি। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর অভিযোগের পর এ চক্রটিকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন,  আনোয়ার ইসলাম সানি(২৭), মো. আরাফাত (২৬), আহমেদ উল্লাহ (২৩) ও রবিউল হোসেন হৃদয় (২২)।

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, ভিকটিম লাভলী আক্তার লিপি ঢাকায় থাকেন এবং তিনি ঢাকায় ফটো সেশন মডেলিংয়ের কাজ করেন। ফেসবুক আইডির মাধ্যমে বিগত ২০১৮ সালে আসামি আনোয়ার ইসলাম সানির সাথে পরিচয়। তাকে চট্টগ্রামে মডেলিংয়ের অফার দিয়ে নিয়ে আসেন সানি। এরপর কৌশলে তার কাছ থেকে ৩৪,৭০০ টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান। সাধারণত ফেসবুকের মাধ্যমেই এ ধরনের প্রতারণা করে আসছে সানির নেতৃত্বাধীন এই চক্র। পরে ডবলমুরিং থানার একটি দল থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

ডবলমুরিং মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, প্রতারণাকারীরা কৌশলে ভিকটিমকে ঢাকা থেকে আগ্রাবাদ বাদামতলী মোড় তাদের নিকট থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যান। আমরা ভিকটিমের সংবাদের ভিত্তিতে ঘটনার বিষয়টি জেনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জিএম/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |