ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কলোনিতে আগুন পুড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:২৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ১৮টি বসতঘর।  সময় ঘরে থাকা এক বছরের এক শিশু পুড়ে মারা গেছে

বিজ্ঞাপন

নিহত ইসমাইলের বাবা বাদল মিয়া রিকশাচালক তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। কালিয়াকৈর থানার এএসআই আসাদ সাইফুল্লাহ জানান, আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনসেড কলোনিতে আগুন লাগে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ততক্ষণে পুড়ে গেছে কলোনির আঠারোটি ঘর 

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন আরটিভি নিউজ জানান, শিশুটির মা-বাবা বাড়ির বাইরে থাকায় তাকে বাঁচানো যায়নি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রসস্ত ১৮টি পরিবারের প্রত্যেককে তার পক্ষ পরিবারকে নগদ টাকা, মরদেহ দাফনের জন্য নগদ বিশ হাজার টাকা এবং স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সবগুলি পরিবারকে খাদ্য সহায়তা শীতবস্ত্র দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, এর আগেও এলাকায় আগুনে পুড়ে মারা গেছে এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি রয়েছে তাদের

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |