বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে একজন পুলিশ সদস্যকে ফেরত দেওয়া হয়েছে। সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর পুলিশ সদস্য ওমর ফারুককে দিলো বিএসএফ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের ৭৫৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন এবং বিএসএফের পক্ষে ২১ বিএসএফ ব্যটালিয়নের কমান্ডেন্ট জি এস টমার নেতৃত্ব দেন।
উল্লেখ গত রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলার এলাকা থেকে ভারতীয় নাগরিকরা ওই পুলিশ সদস্যকে ধরে মারধর করেন এবং ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেন।
বিএসএফের হাতে আটক ওমর ফারুক নামের ওই পুলিশ সদস্য পঞ্চগড় জেলা জজ আদালতে নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জামাল হোসেন বলেন, বিএসএফের হাতে আটক হওয়া ওমর ফারুক জেলা পুলিশের একজন সদস্য। সন্ধ্যার পর আমরা তাকে হাতে পেয়েছি। তিনি আহত থাকায় এখন তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এফএ