নারায়ণগঞ্জ আড়াইহাজারে কিশোরীকে ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলাবার সকালে ওই উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ এলাকার রমজানের ছেলে মো. আপন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মাহাবুব।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী সজীব আহম্মেদ জানান, ওই কিশোরীর দুটি মুরগি হারিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় মুরগিগুলো খুঁজতে সে বাড়ির পাশের মাঠে যায়। ওই সময় তাকে তুলে নির্জনে নিয়ে মাহাবুবের সহযোগিতায় ধর্ষণ করে আপন। এরপর গভীর রাত পর্যন্ত আটকে রাখে। ছাড়া পেয়ে বাড়ি ফিরে রাতেই পরিবারকে পুরো ঘটনায় জানায় ধর্ষণের শিকার কিশোরী।
আরও পড়ুন :
- খালি বাড়িতে বেড়াতে আসা ভাগনের ধর্ষণের শিকার মামি
-
রাত তিনটায় লেচুবাগানে গিয়ে স্কুলছাত্রী দেখলো প্রেমিক নয় লাবু দাঁড়িয়ে আছে
- নীল কাগজে সই নিয়ে শারীরিক সম্পর্ক শেষে বাড়িতে পাঠানো হলো তরুণীকে
তিনি আরো জানান, ওই ঘটনায় আপন ও মাহাবুবের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী কিশোরীর পরিবার। পরে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ধর্ষক আপন ও সহযোগী মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেবি