কালিয়াকৈরে কলোনিতে ১৫ ঘরে আগুন

কালিয়াকৈর সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১৪ মার্চ ২০২১ , ০৪:১২ পিএম


কালিয়াকৈরে কলোনিতে ১৫ ঘরে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে আগুর লাগার ঘটনা ঘটেছে। এসময় পুড়ে ছাই হয়ে যায় ১৫টি কক্ষের ভেতরে থাকা মালামাল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা-ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। 

বিজ্ঞাপন

রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার রতনপুর এলাকায় কলোনিতে এই ঘটনা ঘটেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর এলাকায় রোববার সকালে রুহুল ও হালিমের কলোনিতে পারবর্তীর রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুনে রুমের ভেতরে থাকা আসবাবপত্রসহ কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন...
সমালোচনার মুখে চিত্রনায়ক অনন্ত জলিল

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা-ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকার মতো।

বিজ্ঞাপন

আরও পড়ুন...
প্রবাসীর স্ত্রীর রগ কাটা মরদেহ উদ্ধার, আটক স্বামী 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission