খেলা ছাড়াও ব্যবসায়িক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার হোটেল ব্যবসার খবর প্রায়ই সংবাদের শিরোনাম হয়।এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এলেন এই পর্তুগিজ তারকা। মরক্কোর মারাকেশ শহরে তার হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মরক্কোর মারাকেশে রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্তানা সিআর সেভেন অবস্থিত। গত শনিবার (৫ এপ্রিল) পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা এই হোটেলে আগুন লাগার বিষয়টি জানিয়েছে। আগুনে হোটেলের খুব একটা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানানো হয়।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোটেলের একটি কক্ষে আগুনের সূত্রপাত। টের পেয়ে হোটেলের রেসপন্স টিম ও জরুরি সেবাদানকারীরা ব্যবস্থা নেয়ায় এই আগুন আর ছড়াতে পারেনি।
এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি খুব ছোট একটি দুর্ঘটনা এবং এই ঘটনায় কেউই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। হোটেলটির পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিয়মিত কার্যক্রম হিসেবে অতিথিদের স্বাগত জানানো হচ্ছে।
উল্লেখ্য, মরক্কোর মারাকেশ শহরে ২০১৯ সালে রোনালদোর এই বিলাসবহুল হোটেলটি চালু করা হয়। ১৬৮ কক্ষবিশিষ্ট এই হোটেলে দুটি রেস্টুরেন্ট, একটি আধুনিক জিম, স্পা এবং সুইমিংপুলের মতো আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে।
মরক্কান ঐতিহ্যের মিশেলে আধুনিক স্থাপত্যের সঙ্গে হোটেলটির নকশা করা হয়েছে। মারাকেশের হোটেলটি পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের একমাত্র হোটেল নয়। মারাকেশ ছাড়াও লিসবন, মাদেইরাসহ বেশ কিছু জায়গায় এই হোটেলের শাখা আছে।
#Maroc 🇲🇦 - Un début d’incendie s’est déclaré ce samedi 5 avril dans l’une des chambres de l’hôtel Pestana CR7 Marrakech. Grâce à l’excellente réactivité des équipes sur place et à l’intervention rapide des secours, le feu a été immédiatement maîtrisé, apprend-on du groupe… pic.twitter.com/cXreEO8jH7
— Morocco News 🇲🇦 (@Moroccolitik) April 6, 2025
আরটিভি/এসআর