ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মেয়েসহ বাবার আত্মহত্যা, বিচারহীনতার কারণেই এ ঘটনা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ মে ২০১৭ , ০৮:১৬ পিএম


loading/img

সমাজ আর প্রশাসনের কাছে বিচার না পাওয়ার প্রতিবাদে শিশুকন্যাসহ ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন গাজীপুরের হযরত আলী। এমন দাবি তার স্ত্রী হালিমা বেগমের।

বিজ্ঞাপন

সোমবার স্থানীয়দের সঙ্গে কথা বলে হালিমা বেগমের অভিযোগের সত্যতা পান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সান্ত্বনা দিতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বললেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ঘটছে এমন ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন তাদের দায়িত্বে অবহেলা করেছে। এটি শুধু অবহেলা নয়, ফৌজদারী অপরাধও।

বিজ্ঞাপন

বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।

তিনি বলেন, এ ঘটনায় আবুল ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কোনো গাফলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

গেলো শনিবার শিশুকন্যাসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা সিটপাড়া এলাকার হযরত আলী (৪৫) ও তার মেয়ে আয়েশা আক্তার (৮)।

বিজ্ঞাপন

তার স্ত্রী জানান, গরু-ছাগল নিয়ে যাওয়া, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা, শিশুকন্যাকে মারধর করে ধর্ষণের চেষ্টা এবং অপহরণের হুমকি দেয়ার পর, স্থানীয় শ্রীপুর থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিচার চেয়ে প্রতিকার পাননি স্থানীয় সালিশদার ও চেয়ারম্যান-মেম্বারের কাছেও। ক্ষোভ আর অভিমানে তাই আত্মহত্যার পথ বেঁছে নেন হযরত আলী।

এদিকে, বাবা ও মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মামলায় আবুল হোসেন ব্যাপারীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন আয়েশাকে জোর করে সাইকেলে ওঠাতেন। জঙ্গলের দিকে নিয়ে যেতে চাইতেন জোর করে।  ছেলের বিষয়ে নালিশ করা হয় বাবা ফজলু মিয়ার কাছে। কিন্তু কোনো প্রতিকার পাননি। বিচার দেয়া হয় স্থানীয় মেম্বার আবুল হোসেনের কাছে। বিচার না করে উল্টো তাকে পাগল বলে তাড়িয়ে দেন মেম্বার।

বিচার দেয়া ক্ষুব্ধ ফারুক হযরত আলীর গরু নিয়ে যান। শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি তিনি। সেই কষ্টেই আত্মহত্যার পথ  বেঁছে নেন হযরত আলী।

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |