জয়পুরহাটে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার আটাপুর পাথরঘাটা তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের মাটি খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। তারা স্থানীয় প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে তারা এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। মূর্তিটি প্রায় ২৫ কেজি ওজনের।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন আরটিভি নিউজকে বলেন, স্থানীয়রা খবর দিলে তুলশীগঙ্গা নদী থেকে একটি মূর্তি উদ্ধার করে জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এমআই