যশোরে জন্ম নেওয়া যমজ সেই চার নবজাতকের সবাই ভালো আছে। যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল গত ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ওই চার শিশু। রোববার (৩ অক্টোবর) হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পাচ্ছে। মা লাক্সমিয়া খাতুনসহ চার নবজাতকই সুস্থ আছে। এটি বাংলাদেশে বিরল ঘটনা বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাত বছরের দাম্পত্য জীবনে প্রথমবার মা হলেন লাক্সমিয়া খাতুন। তবে একটি বা দুটি নয়, একসঙ্গে চারটি সন্তান আসে তার কোলজুড়ে।
লাক্সমিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা গ্রামের আবুল বাসারের স্ত্রী। সুস্থ চার সন্তানের নামকরণ করা হয়েছে। চার শিশুর মধ্যে দুই ছেলের নাম সাজিন ও সৌরভ এবং দুই মেয়ের নাম আফসানা ও আফিয়া।
হাসপাতালেদেখা গেছে, ফুটফুটে চার নবজাতককে বিছানায় পাশাপাশি শুয়ে রাখা হয়েছে। তারা হাত-পা ছুড়ে খেলা করছে। তাদের মা লাক্সমিয়া এক এক করে শিশুদের বুকের দুধ পান করাচ্ছেন। শিশুদের চিকিৎসা বিষয়ে দেখভাল করছেন যশোর জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও শিশু বিশেষজ্ঞ মাহফুজুর রহমান।
সন্তানদের বাব আবুল বাসার ঢাকার একটি প্রতিষ্ঠানের মালবাহী জাহাজে ইঞ্জিনচালক হিসেবে কর্মরত আছেন।
আবুল বাসার আরটিভি নিউজকে বলেন, আমার কাছে এখন চাকরির চেয়ে পরিবার বড়। চার সন্তানের দেখভাল করতেই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আবার নতুন চাকরির খোঁজ করতে হবে।
এমআই /টিআই