সকালে দাখিল পরীক্ষা। পরিবারজুড়ে ছেলের পরীক্ষা উপলক্ষে তোড়জোড়। কিন্তু সে মুহূর্তেই বিষাদের ছায়া নেমে আসে আশিকের পরিবারে। বাবা মাসুদুর রহমান হার্ট অ্যাটাকে মারা যান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বাবার মরদেহ বাড়িতে রেখেই চোখে পানি নিয়ে পরীক্ষার দিতে যান আশিক। পরীক্ষা শেষ করে এসেই বাবার জানাজায় অংশ নেন আশিক।
আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিচ্ছে এবার। মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মৃতের স্বজনরা জানান, আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। ছেলেকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসবেন এমন কথা ছিল। রাতের খাওয়া শেষে ঘুমাতে যান মাসুদ। কিন্তু ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান মাসুদ।
ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখছেন।
আরটিভি/এএএ/এআর