ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ , ১২:০৫ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত ফুয়াদ

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলারও আসামি।

জানা গেছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এরমধ্যে দুটি টাকা পাচার ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদুপরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে এইচ এম ফুয়াদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |