ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

একসঙ্গে ৩ শিশুর জন্ম

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ অক্টোবর ২০২১ , ১২:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

নাটোরের লালপুরে এক নারীর একসঙ্গে তিনটি শিশুর জন্ম হয়েছে। গতকাল শনিবার (২৩ অক্টোবর) রাতে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে ওই নারীর অপারেশনের মাধ্যমে দুটি পুত্র ও একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।  মাসহ তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

বিজ্ঞাপন

নবজাতকদের বাবা আরটিভি নিউজকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট শুকরিয়া। একসঙ্গে দুই ছেলে ও একটি কন্যাসন্তান এই পৃথিবীতে এসেছে। মাসহ তারা সুস্থ আছেন। এতে আমি অনেক খুশি।  

এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, লালপুরে এই প্রথম একসঙ্গে তিনটি শিশু জন্মগ্রহণ করেছে।  মা ও শিশুসহ সবাই সুস্থ আছে।

বিজ্ঞাপন

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতকদের দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |