ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় মামলা

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ১২:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। 
সোমবার (৮ নভেম্বর) সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৭ নভেম্বর) রাতে ৫৮ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
জানা গেছে, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীক নিয়ে রিপন মোল্লা ও মোরগ প্রতীক নিয়ে আবু খায়ের। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে রিপনের সমর্থকরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১১ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে নারীসহ তিনজন নিহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বলেন, সদর উপজেলার আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাত ১১টার দিকে স্বপন মিয়া নামে নিহতের এক স্বজন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জিএম/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |