ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

তাবলিগের জন্য বেরিয়ে ঘরে ফেরা হলো না চার যুবকের

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ , ০৭:২৯ পিএম


loading/img
ঘরে ফেরা হলো না চার যুবকের

সিলেটে তাবলিগে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই গ্রামের চার যুবক। ২০ দিনেও তাদের খোঁজ মেলেনি। সিলেটের তাবলিগ জামাতের দুটি মারকাজে যোগাযোগ করেও তাদের সন্ধান মেলেনি। এ অবস্থায় তাদের সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনে যোগ দিতে একসঙ্গে এই চার যুবক বাড়ি ছেড়েছে কি-না এ ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছেন তারা। 

বিজ্ঞাপন

নিখোঁজ যুবকরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)। নিখোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় জিডি করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৫ নভেম্বর তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলিগে গেছেন সে তথ্য জানা নেই পরিবারের। নিখোঁজদের মধ্যে শেখ আহমেদ মামুন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া সায়িদ একজন মুফতি। 

বিজ্ঞাপন

নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন জানান, তাবলিগে যাওয়ার কথা বলে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলিা বাহিনীর একাধিক টিম আমাদের সাথে তাদের বিষয়ে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।

সিলেট ওসমানীনগর থানার ওসি মাঈন উদ্দিন জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থাও তাদের সন্ধানে কাজ করছে। 

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, নিখোঁজ চারজনের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |