ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা স্থগিত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ , ০৯:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী ছাত্রীনিবাসে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ ডিসেম্বর) আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক রোকসানা হক রিমি স্বাক্ষরিত একটি নোটিশ বিশ্ববিদ্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ ডিসেম্বর ২০২২ সালের ৩০ জানুয়ারির মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিবাহিত ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় পুরো জেলায়।

হল ছাড়ার নোটিশে বলা হয়, হলের নিয়ম অনুযায়ী বিবাহিতা ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে আলেমা খাতুন ভাসানী হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, কোনো ছাত্রী বিবাহিত হলে দ্রুত হল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তা না হলে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে।

বিজ্ঞাপন

সোমবার ওই নির্দেশনা স্থগিতের নোটিশে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর দেওয়া বিবাহিত ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো।

জানা যায়, ২০০৫ সাল থেকেই এই নিয়ম চালু রয়েছে। ছাত্রীদের অঙ্গীকারনামায়ও বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না বলে উল্লেখ রয়েছে। বর্তমানে সিটের তুলনায় বেশি শিক্ষার্থী আবেদন করায় বিবাহিতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অধ্যয়নরত থাকা অবস্থায় ছাত্রীদের বিয়ে হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

হল ছাড়ার নোটিশের পর বিবাহিতদেরও হলে থাকার সুযোগ দেওয়ার দাবি জানান ছাত্রীরা। বিষয়টি নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। 

বিজ্ঞাপন

আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক রোকসানা হক রিমি আরটিভি নিউজকে বলেন, বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনাটির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ হলে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এর আগে প্রভোস্ট বলেছিলেন, যখন প্রথম নীতিমালা করা হয় তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেই এই নিয়মটি করা হয়েছে। বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। যদি কেউ বিয়ে করে তাহলে কর্তৃপক্ষকে জানাতে হবে। পরে তার সিটটি বাতিল হবে। খোঁজ নিয়ে দেখা গেছে, হলে বিবাহিত ছাত্রী রয়েছে। তারা নিয়মিত হলে থাকছে না। সিট নেওয়ার মতো প্রার্থী অনেক বেশি রয়েছে। কিন্তু সিট অত্যন্ত কম। যেহেতু নিয়ম রয়েছে, বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না। এ জন্য তাদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |