ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

পান খাইয়ে ভক্তকে ধর্ষণ করল ভণ্ড পীর 

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ , ১২:৫৬ পিএম


loading/img
সাগর আলী

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় এক ভক্তকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড পীরের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার (২২ ডিসেম্বর) সাগর আলী (৪৫) নামের পীরের এক সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সাগর আলী অভিযুক্ত ভণ্ড পীরের সহযোগী এবং ওই নারীর নন্দাই ননদের স্বামী। সাগর আলী গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব উত্তরপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) অঞ্চল ৭-এর আমবাগ অফিসের নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। এ ঘটনায় মাসুদ মিয়া (৫০) নামের ওই ভণ্ড পীর পলাতক রয়েছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার সাফর্তা গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও এলাকাবাসী আরটিভি নিউজকে জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) বাসাবাড়িতে কাজ করেন। তার দুই সন্তান রয়েছে। প্রায় চার বছর ধরে তার নন্দাই সাগর আলী ওই পীরের মুরিদ। তার সুবাদে তিনিও ভণ্ড পীর মাসুদের ভক্ত ছিলেন। মাসুদ মাঝেমধ্যেই সাগর আলীর বাসায় আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন নীতিকথা শোনাতেন। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পীর আসছে বলে সাগর আলী ওই নারীকে তার বাসায় আসতে বলেন। নন্দাইয়ের কথামতো তিনি তার স্বামী ও দুই সন্তানকে বাসায় রেখে ওই বাসায় যান। এ সময় আগের মতোই ভণ্ড পীর মাসুদ হাদিসের বাণীসহ দিকনির্দেশনামূলক কথাবার্তা শোনান। রাত ১১টার দিকে নন্দাই তাকে একটি পান খেতে দেন। পান খাওয়ার পরে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন ওই নারী। পরে সাগর মিতালী ক্লাব এলাকায় তার ভুক্তভোগী নারী নিজ বাড়িতে চৌকিতে নিয়ে শুইয়ে রাখেন নন্দাই। কিছুক্ষণ পর ভণ্ড পীর মাসুদ গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে তার স্বামী দেখে ফেলেন। স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। 

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে বুধবার কোনাবাড়ি থানায় মামলা করেন । পরে গতকালই মাসুদ মিয়ার সহযোগী সাগর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এ সময় কৌশলে মাসুদ মিয়া পালিয়ে যায়।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |