ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইউএনও’র বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩০ মুক্তিযোদ্ধার চিঠি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ , ১০:৪৯ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিনের অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। তাদের নিয়ে কটূক্তি করারও অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এমতাবস্থায় দ্রুত ইউএনও’র অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলার ৩০ জন বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। ইউএনও’র দ্রুত বদলির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আলপনা ইয়াসমিন গত বছরের (২০২১) ৪ জানুয়ারি যোগদান করেন। যোগদানের পর থেকেই তার অশালীন কথাবার্তা, অন্যায় আবদার ও আচরণ দিন দিন বেড়েই যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানজনকভাবে নাম ধরে ডাকা, সরকারি ত্রাণের কম্বল দেওয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করাসহ বিভিন্ন অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এ ছাড়া শিক্ষকসহ গণ্যমান্যদের হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদলগাছী সদর ইউনিয়নের সাবেক কমান্ডার ও গাবনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জসমত আলী বলেন, তিনি উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের কিছুদিন পর থেকে মুক্তিযোদ্ধাসহ সকল সেবাগ্রহীতাদের প্রতি একটা বিরূপ আচরণ করে আসছেন। তার কাছে আমরা কোনো কাজে গেলে গুরুত্ব দেন না। এমনকি বসার জন্য কোনো স্থানও দেন না। সরকার ও দেশের জনগণ আমাদের প্রতি গুরুত্ব দিয়েছেন। আমাদের শ্রদ্ধা করেন। সরকারি কর্মকর্তাদের আমাদের প্রতি গুরুত্ব ও সম্মান দিতে বলা হয়েছে। আমাদের বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। ইউএনও আমাদের সন্তানের বয়সী। আমাদের সঙ্গে তার এমন আচরণ করা তার ঠিক হয়নি। স্থানীয় মুক্তিযোদ্ধারা তার এমন আচরণে মর্মাহত। 

তিনি আরও বলেন, ইতোপূর্বে যেসব ইউএনও দায়িত্ব পালন করে গেছেন। তারা আমাদের পরামর্শ দিয়েছেন ও সম্মান দিয়েছেন। কিন্তু তিনি একমাত্র ইউএনও যিনি আমাদের সঙ্গে অশালীন আচরণ করছেন। যার কারণে বাধ্য হয়ে অভিযোগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছি। আমরা দ্রুত তার অপসারণ চাই। না হলে আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব। 

বদলগাছী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার ডিএম এনামুল হক বলেন, তিনি (ইউএনও আলপনা ইয়াসমিন) মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেন না। আমাদের সম্মান সহিত না ডেকে নাম ধরে ডাকেন। যা আমাদের কাছে অসম্মানজনক বলে মনে হয়। এমনকি কোনো পরামর্শের জন্য গেলে সহযোগিতা না করে অসম্মানজনক কথা বলেন। শিক্ষক ও সম্মানিত ব্যক্তিদের সম্মান করেন না। ইতোপূর্বে এসব বিষয়ে ইউএনও’র সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি নিজেকে সংশোধন করেননি। তার বিভিন্ন বিষয় তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ডাক যোগে অভিযোগ পাঠিয়েছি। আমরা তার দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। আমাদের সঙ্গেই যদি এমন আচরণ করেন। তাহলে সাধারণ সেবা-প্রার্থীদের সঙ্গে কেমন ব্যবহার করে একবার ভাবুন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, মুক্তিযোদ্ধারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে কি-না তা আমার জানা নেই। তবে তাদের সঙ্গে কোনো ধরনের সমস্যা হয়নি।

জিএম/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |