কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামে বিয়ের দেড় মাসের মাথায় রত্না নামে এক নববধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ( ১১ জানুয়ারি) বিকেলে ওই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মাঝিটারি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় মাস আগে উপজেলার নলেয়া গ্রামের হরিবালার বড় ছেলে বিরবলের সঙ্গে লালমনিরহাট সদরের কুলাঘাট গ্রামের তেরপু বিশ্বাসের মেয়ে শ্রী রত্নার বিয়ে হয়।
নিহতের স্বামী বিরবল বলেন, আমি সকালে মাছের ব্যবসার জন্য কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে নাগেশ্বরী পৌঁছালে ফোনে জানতে পারি রত্না গলায় ফাঁস দিয়েছে। তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। দেড় মাসের সংসারে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। রত্না কী কারণে এমন করল বুঝতে পারছি না।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জিএম