ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় জেলায় নতুন করে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২১ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
বিজ্ঞাপন
করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে।
জিএম