ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সাবমেরিন ঘাঁটিতে চীনা শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি|আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে চেন ইউকুয়ান (৫৪) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার মগনামা ইউনিয়নে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত চেন ইউকুয়ান দীর্ঘদিন ধরে এই নৌঘাঁটিতে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। 

বিজ্ঞাপন

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আজ মঙ্গলবার সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |