ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

তলা ফেটে ঈদযাত্রায় স্পিডবোট ডুবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ , ১১:১০ এএম


loading/img
তলা ফেটে ঈদযাত্রায় স্পিডবোট ডুবি

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঈদযাত্রার একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ যাত্রী উদ্ধার করা হলেও নিখোঁজের কোনো তথ্য নেই বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের উদ্ধারকারী দলের কাছে।

বিজ্ঞাপন

ঘাট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার সময় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে 'ফোরটি পাওয়ারের' বাবু এন্টারপ্রাইজ নামের একটি স্পিডবোড। বোডটি পদ্মাসেতু অতিক্রম করলে এ দুর্ঘটনা ঘটে।

টেউয়ের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে গিয়ে যাত্রী নিয়ে ডুবে যায়। পরে বিআইডব্লিউটিএ'র সহযোগিতায় বাংলাবাজার ঘাট থেকে যাত্রী শূন্য একটি স্পিডবোট নিয়ে চরজানাজাত নৌ পুলিশের  একটি দল ১১ যাত্রীকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সেপেক্টর ফরিদ-উজ জামান বলেন, খবর পেয়ে নৌ পুলিশসহ আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তলা ফেটে গিয়ে স্পিডবোটি এ দুর্ঘটনার কবলে পড়েছে।

বাংলাবাজার (চর-জানাজাত) নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহানুর আলী আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় কোনো নিখোঁজের কোনো তথ্য নেই। আমরা ১১ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হইছে এবং তারা সবাই সুস্থ আছে।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা কোন স্পিডবোট কোনো  অতিরিক্ত যাত্রী বহন করতে দিচ্ছি না। যে বোট দুর্ঘটনায় পড়েছে সেটিতেও ১১ জন যাত্রী ছিলো যেটা ধারণ ক্ষমতা চেয়েও ১ জন কম। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |