ঢাকা

ক্লাস চলাকালে খুলে পড়ল সিলিং ফ্যান

চবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ , ০৪:৪৪ পিএম


loading/img
খুলে পড়ল সিলিং ফ্যান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালে হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়েছে। তবে ফ্যানের নিচে কেউ না বসায় কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক, দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ৯টা ৫০-এ ক্লাস শুরু হয়। বেলা ১১টার নাগাদ লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসার ২ মিনিট, সোয়া ১১টার দিকে মধ্যে ডানদিকে পেছনের সিলিং ফ্যানটি খুলে পড়ে। 

শিক্ষার্থীরা জানান, এই বিভাগের ক্লাসরুমগুলো শিক্ষার্থী বান্ধব নয়। বারবার আবেদনের পর ক্লাসরুমের ইলেকট্রিক লাইনে সংস্কার কাজ করা হয় এবং ক্লাস রুমে সংস্কার কাজ করা হয়। 

বিজ্ঞাপন

অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিফাতুল ইসলাম বলেন, এই রোজাতে ক্লাসরুমের সংস্কারকাজ হয়েছে, ইলেকট্রিক অনেক কাজ হয়েছে। সেই সময়ের কাজে কোনো গাফিলতির জন্য হয়তো আজ এমন ঘটনা ঘটেছে।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোদাব্বের আহমেদ বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |