লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এসময় বাধা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। পরে ভিকটিম তরুণীকে উদ্ধার ও আজাদ নামে এক অভিযুক্তকে (জননী বাসের হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। এর আগে
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ। নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখিল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার শিকার ভিকটিম যুবতী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত জননী নামের একটি বাসে উঠে পড়ে। পরে বাসটি রামগঞ্জ বাসস্ট্যান্ডে ওই যুবতীকে নামিয়ে দেয়। এসময় ঘটনাটি বাসের চালক ও হেলপারকে জানালে তারা যুবতীকে চট্টগ্রামগামী নিলাচল বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ ৩ জন দলবদ্ধ হয়ে বাসে অপেক্ষমান যুবতীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকারে বাসস্ট্যান্ডের নৈশপ্রহরী শাহজাহান এগিয়ে আসে। পরে তাদের বাধা দিতে গিয়ে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় স্থানীয়রা ভিকটিম যুবতীকে উদ্ধার ও আজাদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরীর মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, যুবতী নিজে বাদী হয়ে থানায় ৩ বখাটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।