ঢাকা

পারাবত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ জুন ২০২২ , ০২:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে সিলেট সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে লাগা আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে।

অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি। আর স্বস্তির ব্যাপার হচ্ছে এখনও কেউ হতাহত হননি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |