ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভেঙে দেওয়া হলো সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাড়ি

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৫:১৮ পিএম


ভাঙা হলো সাবেক এমপি গোলাম মাওলা রনির বাড়ি

সরকারি জমি অবৈধভাবে দখল করায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দোতলা বাড়িটি উচ্ছেদ করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে ওই বাড়িটি ভেঙে দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি গলাচিপা উপজেলায় উলানিয়া বন্দরে চান্দিভিটার জমি এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সরকারি জমি থেকে তার স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও কোনো পদক্ষেপ নেননি। এ কারণে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ কোনো ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত হচ্ছে। সরকারি জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |