ঢাকা

স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ১১:৫৬ এএম


স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধ (৫২) নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মার্চ) বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল মালেক (৫২) উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন, নিহতের স্ত্রী জোছনা বেগম (৫০) ও তার ছেলে সেলিম (৩৫)।

বিজ্ঞাপন

স্থানীরা জানান, মালেকের ৬ ছেলের মধ্যে সেলিম তৃতীয়। সেলিম কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকেই বাবার ওপর পারিবারিক কারণে ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলে মিলে মালেককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মালেকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ছেলে সেলিম পলাতক আছেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জোছনাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে তোলা হবে। সেলিমকে গ্রেপ্তারের অভিযান চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |