লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ এলাকায় ঠাকুরগাঁও থেকে পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১১মার্চ) দুপুরে হাতীবান্ধার তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে সাগর চন্দ্র (১৫)। তিনি রাণীশংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলাকা থেকে এক কোচিং সেন্টারের মাধ্যমে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে। এরপর পাঁচ থেকে ছয় জন বন্ধু মিলে তিস্তা ব্যারাজের উজানের গোসল করতে নামে। এ সময় চন্দ্র রায় নামে স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের এক ঘণ্টা পর তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।
হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দীপ্ত দাস জানান, শনিবার দুপুরে ঘটনা ঘটে। পরে ছাত্রের মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্বজনরা।