ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ , ০১:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ এপ্রিল) বিকেলে হাইমচর উপজেলার আলগীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সফিক তার নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। যেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে আপত্তিকর মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, আটক হওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |