রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ঈদের আগে এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যসযায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানানো হয়।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এর আগে, এদিন সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টা ৩৬ মিনিটে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।