ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নরসুন্দরকে গলাকেটে খুন, ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ , ০৩:৪৮ পিএম


loading/img

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নরসুন্দরকে খুনের মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের কালা চানের ছেলে হাফিজুর রহমান ও একই গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

নিহত নরসুন্দর বিমল চন্দ্র দাস উপজেলার হরিণদিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সূত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি রাতে বিমল চন্দ্র দাসকে গলাকেটে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই দিন অজ্ঞাতনামাদের আসামি করে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন তার ছোট ভাই মদন চন্দ্র দাস। পরে মামলার তদন্ত শেষে পুলিশ দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে এ রায় দেন আদালত। আসামিদের মধ্যে নাসির পলাতক রয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |