ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নাটোরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ , ০৮:৫১ এএম


loading/img

নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।

স্থানীয় জানান, বুধবার বিকেলে উপজেলাজুড়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি কম হলেও প্রচুর শিল ঝরেছে। বৃষ্টি শেষে কোথাও কোথাও শিলার স্তূপ জমে থাকতে দেখা গেছে। কিন্তু শিলাবৃষ্টিতে বাড়িঘর, আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

ড. ভবসিন্ধু রায় জানান, বুধবার বিকেলের পর উপজেলার বেশি কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান ও আমের বেশি ক্ষতি হয়েছে। কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |