ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

খুলনা-বরিশাল সিটি নির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ , ১০:৫১ এএম


loading/img
ফাইল ছবি

আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরিশাল পাইলট বেলুন পর্যবেক্ষণাগারের উচ্চপর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বরিশালে হালকা বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

হাফিজুর রহমান জানান, আগামী ১২ জুন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খুলনা ও বরিশালে আবহাওয়া পরিস্থিতি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে।

উল্লেখ্য, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |