উজান থেকে আসা ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় টাঙ্গাইলের সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর, দেলদুয়ার, নাগরপুর উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকায় পানি প্রবেশ করছে। ফলে এসব এলাকায় বিরাজ করছে বন্যাতঙ্ক।
শনিবার (১৫ জুলাই) বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৯ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীগুলোর পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আর যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।