ঢাকা

হাত-পা বেঁধে পানিতে চুবিয়ে যুবককে নির্যাতন (ভিডিও)

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০১:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে দুই যুবককে হাত-পা ও চোখ বেঁধে মাটিতে পুঁতে ও পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ আগস্ট) ওই ভিডিও ভাইরাল হয়। তবে ভিডিওটি গত ৯ জুলাই ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা হলেন, শলুয়া ইউনিয়নের মোহন ইসলাম (১৮) ও তার প্রতিবেশী মছু (২০)। এদের মধ্যে মোহনকে মাটিতে পুঁতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতন করা হয়। আর মছুকে চোখ-মুখ বেঁধে পেটানোর অভিযোগও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কোরবানির ঈদের দুদিন পর মোহনের প্রতিবেশী মালেকের বাড়ি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়। পরে নিজ থেকে সেই টাকা উদ্ধারের দায়িত্ব নেন স্থানীয় মুক্তা গ্রুপের সদস্যরা। এ সময় মছু নামের এক যুবককে তারা প্রথমে মারধর করে। পরে মছুর কথা মতো মোহনকে তুলে নিয়ে দিনভর নির্যাতন করে মুক্তা ও তার সহযোগীরা। এ সময় বামনদিঘি বিলে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বিলের পানিতে চুবিয়ে নির্যাতন করে টাকা দেওয়ার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে তারা। পরে নির্যাতনের সময়ের ঘটনা মুঠোফোনে ভিডিও করা হয়। পরবর্তীতে শুক্রবার (১৮ আগস্ট) সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ভুক্তভোগী যুবক মোহন ইসলাম জানান, টাকা চুরি সন্দেহে গত ৯ জুলাই সকালে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় শুভ ও ঋত্বিক। পরে ড্রেজার মেশিন দিয়ে গর্ত খুঁড়ে বুক সমান মাটিতে পুঁতে রাখে তাকে। এ সময় একই দিন দুপুরে সেখান থেকে তুলে একটি কক্ষে নিয়ে ঘণ্টা খানেক ধরে চলে নির্যাতন। মধ্য দুপুরে হাত, পা-চোখ বেঁধে নেওয়া হয় স্থানীয় বিলে। পরে তিন ঘণ্টা ধরে পানিতে চুবিয়ে করা হয় নির্যাতন। 

ভুক্তভোগী মোহনের মা জানান, ওই ঘটনার ১ মাস ১০ দিন পার হলেও অভিযুক্তদের অব্যাহত হুমকিতে আইনগত পদক্ষেপ নিতে সাহস হয়নি।

বিজ্ঞাপন

রাজশাহী চারঘাটের শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীরা অভিযোগ দেয়নি। এ কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে জানতে পেরে পুলিশ সাধারণ ডায়েরি করেছে। ভুক্তভোগীরা অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |