রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছয় বস্তা বই উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যার দিকে দুটি ব্যাটারি চালিত রিকশা থেকে বইগুলো জব্দ করা হয়।
ওসি রফিকুল হক জানান, বুধবার সন্ধ্যার দিকে নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করেন।
তিনি আরও জানান, বস্তার ওই বইগুলো প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই। বইগুলো ২০২৩ সালের ছিল। এ ঘটনায় দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বুধবার রাতে বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।