ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

সেনবাগ প্রতিনিধি, আরটিভি ‍নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ১১:৩০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ওমানের সালাল শহরে ছাদ থেকে পড়ে কাজী মোহাম্মদ হাবিবুল্লাহ (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। 

খুব শিগগিরই মোহাম্মদ হাবিবুল্লাহর বাংলাদেশে আসার কথা ছিলো। তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। 

বিজ্ঞাপন

কাজী হাবিবুল্লাহ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে। মৃত্যুকালে মা, দুই ভাই ও একবোন রেখে গেছেন হাবিবুল্লাহ। 

ওমানে থাকা তার বড় ভাই জাফর উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছোট ভাই কাজী হাবিবুল্লাহ বিগত এক বছর ৫ মাস আগে জীবিকার সন্ধানে ওমানে পাড়ি জমান। এরপর সে দেশটির সালাল প্রদেশে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করে। মঙ্গলবার দেশে আসার জন্য বিমান টিকিট সংগ্রহ করেছিল সে। ওই দিন দুপুরে রুমের অন্যান্যরা খাবার খাওয়ার জন্য বসে। এ সময় কাজী হাবিবুল্লাহ ভবনের ছাদে গেলে সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাজী ওয়াসিম উদ্দিন তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |