ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোর শহর ও শহরতলির বিভিন্ন এলাকা। এতে করে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালেও শহরের অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে ছিল। আবার অনেক এলাকার পানি এখন নামতেও শুরু করেছে।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যশোরে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিনভর বৃষ্টিতে শীত অনুভূত হওয়ায় প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টিপাতে দুর্ভোগ পোহাতে হয়েছে রিকশা-ভ্যান, ইজিবাইক চালকদের। বৃষ্টিতে ভিজে অপেক্ষা করলেও যাত্রীর কম দেখা পেয়েছেন তারা।
যাত্রীদের অভিযোগ, প্রয়োজনে বাইরে বেরিয়ে এসে রিকশা, ইজিবাইকে বেশি ভাড়া দিয়ে চড়তে হয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে কোথাও কোথাও দ্বিগুণ ভাড়াও গুণতে হয়েছে যাত্রীদের।
এক রিকশাচালক বলেন, প্রতিদিন ৭০০-৮০০ টাকা নিয়ে বাড়ি যেতে পারি। বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত ৩০০ টাকাও আয় হয়নি। তাই বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছি।
এদিকে আলতাফ নামের একজন বলেন, বৃষ্টির কারণে রিকশা চালকরা ভাড়া বেশি নিচ্ছেন। এক কিলোমিটারেরও কম পথ ৪০ টাকার বেশি দিয়ে যেতে হচ্ছে।