ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

আরটিভি নিউজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০৮:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের দুমড়ে মুচড়ে যাওয়া অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেল লাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |